• সারাদেশ

    অষ্ট্রিয়া বিএনপি নেতার বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২০ , ১:৪৩:২৮ অনলাইন সংস্করণ

    মাইদুল মিয়া, অষ্ট্রিয়া থেকে।। বাংলাদেশ জাতীয়তাবাদীদল অষ্ট্রিয়া শাখার সিনিয়র নেতা বাংলাদেশ এসোসিয়েশন অষ্ট্রিয়ার সাবেক সভাপতি বহুভাষাবিদ বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নেয়ামুল বশিরের বাবার রুহের মাগফেরাত কামনা করে সোমবার বাদ মাগরিব অষ্ট্রিয়ার ভিয়েনার বায়তুল মোকাররম মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অষ্ট্রিয়া বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও কমিউনিটির প্রবীণ মুরব্বী এবং সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীকে উপস্তিত ছিলেন।উল্লেখ্য পেট্রো বাংলার সাবেক জি এম মরহুম ডি এইচ বশিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় উপস্তিত ছিলেন মসজিদের খতিব মাওলানা ফারুক আল মাদানি,নেয়ামুল বশির,বিএনপি প্রতিষ্টাতা সদস্য মো মোস্তফা,বিএনপির সিনিয়র নেতৃত্বের মধ্যে আলম মোঃ এপোলো, হাজী মাহবুবুল ইসলাম, রেজাউর রহমান পলাশ বিএনপি নেতা হানিফ ভুইয়া,জাহিদ হাসান,অষ্ট্রিয়া এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন,সম্মানিত সদস্য হেলাল উদ্দিন, যুবদলের শাহীনুর ইসলাম ভূইয়া শাহীন, অষ্ট্রিয়া ছাত্রদলের সাবেক সভাপতি মাইদুল মিয়া,অষ্ট্রিয়ার এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী শাহীন,সাংস্কৃতিক সম্পাদক এস এ এম আরেফিন রানা ক্রিয়া সম্পাদক দিদার বেপারী, ছাত্রনেতা জামাল উদ্দিন, সম্মানিত সদস্য সবুজ মুস্তারি,বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক ও অষ্ট্রিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কুমিল্লা সমিতির সভাপতি সাইমুন,সাবেক সভাপতি জসিম উদ্দিন, নোয়াখালী সমিতির ফাহাদ,মাসুদ ইফতেখার, জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা হেপী আলম,যুবলীগের জুয়েল ঢালী,ফারাবী, আল আমিন সহ অনেকে।

    আরও খবর

    Sponsered content