• প্রবাস বাংলা

    পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা–শেখ গোলাপ মিয়া

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০১৯ , ১০:৩৬:৫৮ অনলাইন সংস্করণ

     নিজস্ব প্রতিবেদক :
    পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাগপা গ্রীস শাখার উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায়  গ্রীসের রাজধানী এথেন্সে মক্কা রেস্টুরেন্টে  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে। ,প্রধান অতিথি বক্তব্য রাখেন যুব জাগপার কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগপা গ্রীস শাখা সভাপতি শেখ গোলাপ মিয়া, জাগপা গ্রীস শাখা উপদেষ্টা মোঃ আকুল মিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া পরিচালনা বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখা সিনিয়র সহ সভাপতি মোঃ শানুর মিয়া,আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রাজন তালুকদার জাগপা গ্রীস শাখা  সহ সভাপতি মোঃ জাহির উদ্দিন, সহ সভাপতি মোঃ ছানাউর রহমান চানা মিয়া, মোঃ ফরিদ আহমেদ,মোঃ মাছুম মিয়া,মোঃ জয়নাল আবেদীন  প্রধান অতিথি বক্তব্য শেখ গোলাপ মিয়া বলেন দেউলিয়া সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তার দলীয় ক্যাডার বাহিনী দিয়ে দেশের অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করেছে এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, আমি আশাকরি  বাংলাদেশের যুবসমাজ ঐক্যবদ্ধ হওয়ে এই জালিম সরকারের কাছ থেকে আন্দোলনের মাধ্যমে জাতিকে মুক্ত করতে পারব,শেখ গোলাপ আরো বলেন পিয়াজ ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি অসহায় মানুষের চিৎকার আল্লাহর আরশ কাঁপলেও জালিম সরকারের বুক কাঁপেনি,সভাপতির বক্তব্যে মোঃ আকুল মিয়া  বলেন অবিলম্বে ঐক্যফন্ট কে অব্যাহতি দিয়ে 20 দলীয় জোটের চলমান আন্দোলনকে শক্তিশালী করে বেগম জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
    #প্রেস_বিজ্ঞপ্তিত/

    আরও খবর

    Sponsered content