প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২০ , ৫:৫৯:১৮ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও॥ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম।
সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. আশিকুর রহমান রিজভির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল হলিম,সাবেক সহ সভাপতি অ্যাড এনতাজুল সৈয়দ আলম,অ্যড. জয়নাল আবেদিন, অ্যাড. ইয়াসিন আরা মুক্তি,অ্যাড. মাহাবুব মোর্শেদ লিওন প্রমুখ। মানববন্ধনে একাত্ততা করেন জেলা বিএনপি জেলা যুবদল সহ জেলা ছাত্রদল ঠাকুরগাঁও ।
বক্তারা মানববন্ধনে প্রতিহিংসার বিচারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবী জানান এবং আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার কথাও বলেন তারা।