• সংবর্ধনা / উদ্বোধন

    জগন্নাথপুরে দুই গুনীজনকে শিক্ষক সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২০ , ১:৫৫:৩৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে দুই গুনী ব্যাক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ইকড়ছই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিন এর অবসর জনিত বিদায় এবং সাধারণ সম্পাদক সৈয়দপুর শামছিয়া মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের পিএইচডি ডিগ্রী অর্জন করায় তাদেরকে দেয়া সংবর্ধনা প্রদান উপলক্ষে
    উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে ৮ ই ফেব্রয়ারী রোজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাদ্রাসা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম আলফাজ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান
    অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মোঃ রইছ উদ্দীন।
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, সংবর্ধিত অথিতি অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিন, অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ আবুল হাকিম, আবু ইউসুফ মোহাম্মদ মানিক,মোঃ মখছুছুল করিম চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, সালেহ আহমদ প্রমূখ।
    পরে সংবর্ধিত অথিতি দুই গুনীজন এর হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অথিতি বৃন্দ।

    0Shares

    আরও খবর

    Sponsered content