• প্রবাস বাংলা

    পেট্রো বাংলার সাবেক জিএম- ডিএইচ বশিরের মৃত্যুতে অষ্ট্রিয়া বিএনপির শোক প্রকাশ

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২০ , ৯:১৫:৩১ অনলাইন সংস্করণ

    মাইদুল মিয়া, অষ্ট্রিয়া থেকে।।
    অষ্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, অষ্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অভিভাবক, অষ্ট্রিয়া এসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি জননেতা নেয়ামুল বশিরের শ্রদ্ধেয় পিতা, পেট্রো বাংলার সাবেক জিএম. ডিএইচ বশির গতকাল বাংলাদেশে বার্ধক্যজনিত কারণে  ইন্তেকাল করেন– ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিয়ুন।
    ডিএইচ বশিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন অষ্ট্রিয়া বিএনপির নেতাকর্মীবৃন্দ। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মরহুমের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে  মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করে দোয়া প্রার্থনা করেন নেতৃবৃন্দ।
    শোক বার্তায় স্বাক্ষর করেন অষ্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাসনাত কবির রিপন, সিনিয়র সদস্য মোহাম্মদ মোস্তফা,সাবেক সিনিয়র সহসভাপতি আলম মোঃ এপোলো, হাজী মাহবুবুল ইসলাম, এহসান উল্লাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক হানিফ ভুইয়া, সাবেক সদস্য সচিব রেজাউর রহমান পলাশ,আবুল কাশেম রাসেল, হোসেন মোয়াজ্জেম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, শফিকুর রহমান মানিক,যুবদল সভাপতি শাহীনুর ইসলাম  শাহীন, সেক্রেটারী দুলাল ভুইয়া, অষ্ট্রিয়া ছাত্রদলের সাবেক সভাপতি মাইদুল মিয়া,বিএনপি নেতা কামাল হোসেন, বর্তমান সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী শাহীন, অষ্ট্রিয়া এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক এসএ এম রানা (আরেফিন রানা) যুবনেতা জামাল উদ্দিন, ছাত্রনেতা নাফিস খান,সুমন ও ফাহাদ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content