প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২০ , ৪:১১:৫৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল স্থাপনের দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুব শ্রমিকলীগ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিকলীগের সভাপতি, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক, এসএ টিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সহ-সভাপতি ও মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান কমল, সাধারন সম্পাদক একে মিলন আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান রুমান। এ সময় সভাপতি বলেন, সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল না থাকায় বিভিন্ন দিবসে অস্থায়ীভাবে ম্যুরাল তৈরী করে পুস্পমাল্য অপর্ন করা হয়ে থাকে। মুজিব বর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের উন্মুক্ত স্থানে জাতির জনকের একটি ম্যুরাল নির্মান জরুরী হয়ে পড়ছে। সুনামগঞ্জে আপামর তৃনমুলের নেতাকর্মীদের দাবী দ্রুততম সময়ের মধ্যে জাতির জনকের একটি ম্যুরাল তৈরী করে পুস্পমাল্য অর্পনের সুযোগ দিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, জাতীয় যুব শ্রমিকলীগের দাবী অত্যন্ত যৌক্তিক এবং তাদের আবেদনখানা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে। আশা করছি মুজিব বর্ষ উপলক্ষ্যে জাতির জনকের ম্যুরাল নির্মান করেই আনুষ্ঠানিকতা পালন করা যাবে।