• আহত / নিহত

    ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালের ফালে কাটা পড়ে শিশুর মৃত্যু

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২০ , ১২:০৯:৪৩ অনলাইন সংস্করণ

    মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও: বাড়ীর পার্শ্বের জমিতে ট্রাক্টরের চাষ দেখতে গিয়ে ওই ট্রাক্টরের হালের ফালেই কাটা পড়ে নুরনবী নামে ৭ বছরের এক শিশুর মর্মাত্মিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কাচনপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম। নিহত শিশু নুরবনী ওই এলাকার রাসেল আলীর ছেলে। জমির মালিক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় একই এলাকার মফিজ উদ্দীনের ছেলে ট্রাক্টর চালক লাল মোহাম্মদ আমার জমিতে হালচাষ করছিলো। জমির একপাশের আইলে দাড়িয়ে শিশু নুরনবী তা দেখছিল।

    জমির কোনায় হালচাষের জন্য ট্রাক্টরের হালের ফাল তুলে পিছনে না দেখেই শিশুটিকে চাপা দিয়ে সামনে ট্রাক্টর টান দিলে কাটা পড়ে নুরনবী। এতে ঘটনাস্থলেই পেট ও মাথা কেটে মৃত্যু হয় নুর নবীর। এ ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক লাল মোহাম্মদ পলাতক রয়েছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত এমন কোন ঘটনার খবর আমরা পাইনি।

    আরও খবর

    Sponsered content