প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২০ , ৯:০৬:২০ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ বাগেরহাটের হযরত খানজাহান (রহ:) মাজার মোড় থেকে উদ্ধার হওয়া ৮ বছর বয়সী সিলেটের শি’শু শেখ তানভীর হাসান নয়নের অ’ভিভাবকদের খুজছে পু’লিশ। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে মাজার মোড় থেকে বাগেরহাট সদর থা’না পু’লিশের সদস্যরা নয়নকে উ’দ্ধার করে থা’নায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোন অ’ভিভাবক না পেয়ে থা’না পু’লিশ বাগেরহাট সদর উপজে’লা সমাজ সেবা কর্মক’র্তার মাধ্যমে শি’শু নয়নকে খুলনা জে’লার দাকোপস্থ সরকারি শি’শু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে।
বাগেরহাট মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কম’র্কক’র্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, বুধবার রাতে হযরত খানজাহানের মাজার মোড় এলাকায় দিকবিদিক ঘোরাফেরা করছিল শি’শু নয়ন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পু’লিশ সদস্যরা শি’শুটিকে থা’নায় নিয়ে আসে। শি’শুটির পড়নে একটি জিন্সের প্যান্ট, গোল গলার সবুজ সোয়েটার, কলার ওয়ালা গেঞ্জি ও পায়ে কেডস্ ছিল।
তিনি আরও জানান, পরিচয় জানতে চাইলে নয়ন বলেন, সে সিলেট রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে থাকে। পিতা সেলিম শেখ এবং মাতা সুরাইয়া জান্নাত। পিতার সাথে কোন যোগাযোগ নেই। মাতা সুরাইয়া ঢাকায় গার্মেন্টেস এ চাকুরী করেন। শি’শুটির পিতা-মাতাকে খুজে পাওয়ার জন্য আম’রা সকল থা’নায় বেতার বার্তা পাঠিয়েছি। নিরাপদ আশ্রয়ের জন্য বাগেরহাট সদর উপজে’লা সমাজ সেবা কর্মক’র্তার মাধ্যমে খুলনা জে’লার দাকোপস্থ সরকারি শি’শু প্রশিক্ষকন ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।বাগেরহাট সদর উপজে’লা সমাজ সেবা কর্মক’র্তা এএমএম ফজলে এলাহী বলেন, শি’শুটিকে আমাদের হেফাজতে নিয়েছি। সন্ধ্যায় খুলনা জে’লার দাকোপস্থ সরকারি শি’শু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।