প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২০ , ৭:৪৭:৩৯ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ট্রাক্টর উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ট্রাক্টর চালকের নাম দবিরুল ইসলাম ডব্লিউ (৩৫) পিতা- আজহার আলী, গ্রাম- মিরপুর, উপজেলা- বিরামপুর, জেলা- দিনাজপুর। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল অনুমান ৮টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সুরইঘাট বাজার থেকে মুলাগুল বাজারে যাওয়ার পথে মুলাগুল-সুরইঘাট জিসি রাস্তার কালিজুরী ধনবন খালে যাওয়ার পর ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার দক্ষিণ পার্শ্বে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আবু কাওছার ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কানাইঘাট থানার এসআই আবু কাওছার জানান, নিহত ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ এর বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর থানার মিরপুর গ্রামে। সে গত কয়েক মাস থেকে সাউদগ্রাম এলাকার ইয়া উদ্দিন নামে এক ব্যাক্তির ট্রাক্টর চালক হিসাবে কর্মরত ছিলো।