• সংঘর্ষ

    জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২০ , ৫:৪৯:৪১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রাম এলাকায় গাড়ীতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে নারী সহ দুই জন ও কুবাজপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে নারী সহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

    ঘটনার বিবরনের জানাযায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার হবিবপুর শরিষাপাড়া নিবাসী মৃত সমর আলীর ছেলে মোঃ মুতিবুর রহমান (৩২) মঙ্গলবার (২৮শে জানুয়ারী) বিকাল সাড়ে চার ঘটিকার দিকে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা নানার বাড়ী হইতে নিজ বাড়ীতে যাওয়ার উদ্দেশ্য কলকলিয়া -তেলিকোনা সড়কের শ্রীধরপাশা গ্রাম এলাকায় সিলেট গামী সিএনজি গাড়ীতে উঠতে চাইলে জগন্নাথপুর শ্রমিক ইউনিয়নের সদস্য দাবীদার (গাড়ী চালক) শ্রীধরপাশা গ্রাম নিবাসী মোঃ বশরখাঁর ছেলে মোঃ নাসির খাঁ ওরফে লাশ বাঁধা প্রদান করে এনিয়ে সিলেট গামী সিএনজি চালক শুকুর উল্লাহ ও নাসির ওরফে লাশ (২২) তর্কে জড়ালে মুতিবুর রহমান(৩২) মধ্যস্থা করতে চাইলে নাসির ওরফে লাশ (২২) ও তার সহযোগী শ্রীধরপাশা গ্রাম নিবাসী মোঃ জাহির উদ্দিন খাঁ এর ছেলে মোঃ ইসাম উদ্দিন খাঁ হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মুতিবুর রহমান এর মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে এবং মুতিবুর এর ভাতিজিও আহত হয়েছে। মুতিবুর রহমানকে তাৎক্ষণিক ভাবে স্থানীয় কলকলিয়া বাজারে মিজান ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হলেও তাকে উন্নত চিকিৎসা করানোর জন্য ডাঃ মিজান পরামর্শ দিয়েছেন। বিষয়টি আপোষ মীমাংসায় নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
    এদিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ প্রায় ১৫ আহত হয়েছেন। এলাকাবাসী সুত্রে জানাযায়,২৮ শে জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত স্থানীয় কেউলা হাওরে মাছ ধরা নিয়ে কুবাজপুর গ্রামের ফিরোজ আলী ও একই এলাকার রফু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘষে উভয় পক্ষের মোঃ সুহেল মিয়া (৩১), আব্দুল কাইয়ুম (২১), মোজ্জামেল হোসেন (২২), জিলু মিয়া (২১), নজমুল হোসেন (৪৫), রফু মিয়া (৫০), মামুন মিয়া (২১), আবুল হোসেন (৪০), আমিনুল ইসলাম (২২), হামিদুল হক (২৭) আকতার হোসেন (২৮), সমছু মিয়া (৬০) ও আমিনা বেগম (১৮) আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শারমিন আরা আশা বলেন, মারামারি ঘটনায় আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content