প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২০ , ৩:০৯:৫৬ অনলাইন সংস্করণ
মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও।।ঠাকুরগাঁওয়ে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে রাসেল রানা (২২) ।
মঙ্গলবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানুষিক ভারসাম্যহীন ছেলে রাসেল (২২) ভোরে
বাবার রুমে গিয়ে উচ্চস্বরে চেঁচামেচি করে।
এ সময় বাবা শরিফুল ইসলাম বাধা দিলে রাসেল উত্তেজিত হয়ে কোদাল দিয়ে তার বাবাকে আঘাত করে । পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলে রাসেলের দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা ছিলো। কথায় কথায় সে রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। ভোর রাতে সে কেনো চিৎকার চেচামেচি করলো আর কেনোই বা
এমন ঘটনা ঘটালো তা তিনি বুঝে উঠতে পারেননি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, অভিযুক্ত রাসেল একজন মানুষিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে পরবর্তীতে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া
হবে।