• ক‌্যাম্পাস

    আটপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২০ , ১১:০৮:৩৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয় হতে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ২৮ শে জানুয়ারী রোজ মঙ্গলবার শিক্ষাঙ্গন প্রাঙ্গণে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক বাবু কাজল বণিক ও শিক্ষক মোঃ ইনাম উদ্দীন এর যৌথ পরিচালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয় এর গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল হান্নান , বিশিষ্ট শিক্ষানুরাগী স্পেন প্রবাসী মোঃ মুহিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ আব্দুল হাসিম, অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু কাজল বণিক প্রমূখ।
    সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ সুজিনা বেগম ও গীতা পাঠ করেন সীমা রানী।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এসএসসি পরীক্ষার্থী মোঃ জিহাদুর রহমান, মোঃ নাসিম উদ্দিন, বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মোছাঃ ফাইমা সুলতানা লিপি, কানিজ ফাতেমা মাইশা,সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার ও তামান্না আক্তার।
    এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ নুরুল হোসাইন ও বিশিষ্ট শিক্ষানুরাগী আজীবন দাতা সদস্য স্পেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ তফজ্জুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী মোছাঃ নয়ন তারা বেগম, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম, প্রদীপ রঞ্জন দাস,মোঃ কাউসার আলম,মোঃ আবুল
    কালাম, মোহাম্মদ ফেরদৌস,মোঃ লালু মিয়া,মোছাঃ নাজমুন নাহার,পীযুষ দেবনাথ, মোঃ আরিফ মিয়া, মোঃ তাহিদুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল -কলেজ এর শিক্ষার্থী বৃন্দ।
    সভা শেষে বিদ্যালয়ের পক্ষ হতে শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথি বৃন্দ ।
    বক্তরা তাদের বক্তব্যে বলেন, একমাত্র সুশিক্ষায় শিক্ষিত জাতিরাই দেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে সুনামের সহিত প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফালাফল করে আসছে। বরাবরের মত এবারও শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষায় ভাল রেজাল্ট করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। পরীক্ষার্থাদের সুন্দর ভাবে নকল মুক্ত পরীক্ষা দিয়ে অতীতের সুনাম অক্ষুণ্ণ রাখার আহবান জানান ।এসময় বিদযালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
    দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আজিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content