প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২০ , ৩:৫৫:৫২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজে জাগ্রতকণ্ঠ সমাজ কল্যান পরিষদের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সকাল ১১ ঘটিকায় কলেজের অডিটোরিয়াম বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় পাঁচটি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী অংশ গ্রহণকরে। বিতর্কেের বিষয় ছিল, ১। শাহি পুষাক শাহি মুকুট দেহরক্ষী যোগ্যতার অন্ত্রভুক্ত নয়, ২। দক্ষ ব্যক্তিই পারে দল ব্যতীত নিজের আত্মপ্রকাশ গটাতে ৩। ও পাগল ও শিশু নিষ্পাপ তবে অধিক মমতাহয় পাগলের প্রতি এ তিনটি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘিলাছড়া স্কুলওকলেজ, বড় খাল স্কুলওকলে, বড়ইরি দারুসুন্নাহ বহুমুখী আলিম মাদ্রাসা,বাশঁতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা। বিতর্কে
বিজয়ী হয় বড়খাল কলেজ, বড়ইউরি দারুসুন্নাহ, ইসলামিয়া সিদ্দিকীয় মাদ্রাসা। জাগ্রতকণ্ঠ সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের জেলা সভাপতি কবি মো,সহিদ মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নজির আহমদ। আরো উপস্থিত ছিলেন অত্র সংগটন সেলিম আহমদ, সংগঠন সালমান আহমদ প্রচার সম্পাদক প্রভাষক হামিদুর রহমা, এনামূল হক, আবুলকালাম আমিনুর রশিদ প্রমুখ।