প্রতিনিধি ১৪ নভেম্বর ২০১৯ , ২:০২:৪৪ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ-
বিনা নোটিশে ভারত বাংলাদেশে গয় সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই বাজারে অস্থিরতা চলছেই। ৪০-৫০ টাকার পেঁয়াজ একলাফে ১০০-১২০ টাকায় বিক্রি হলে সারাদেশে তোলপাড় হয়। সরকারের নানামুখী উদ্যোগের পরেও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ভারতের রপ্তানি বন্ধের বিপরীতে মায়ানমার, মিশর, তুরস্ক ও সর্বশেষ পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে বিপুল পরিমাণ পেঁয়াজ তারপরও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কোনভাবেই দাম কমানো যাচ্ছেনা। সরকারের মন্ত্রীরা সময়ে সময়ে শান্তনার বাণী দিচ্ছেন অমুক দেশের পেঁয়াজ বাজারে ঢুকানোর পরেই মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে এমনকি মায়ানমারের পেঁয়াজের মুল্য ৫৫-৬০ টাকার উপরে নিলে শাস্তি মূলক ব্যবস্থার হুমকির পরও এখন ডবল সেঞ্চুরিতে টেকে স্মরণ কালের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে।
গতকাল বুধবার ঢাকার পাড়া-মহল্লার বাজার ও মুদি দোকানগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও আজ কোথাও কোথাও তা ২০০ টাকা দাম চাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য দেখা মিলেছে। তবে গতকাল বুধবারও কোথাও কোথাও দেশি পিয়াজ ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। বুধবার বিকালে মিরপুরের পীরেরবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, দেশি ক্রস জাতের পিয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এর থেকে বাছাই করা তুলনামূলক ভালো মানের পিয়াজের দাম চাওয়া হচ্ছিল প্রতিকেজি ২০০ টাকা।
এদিকে, পিয়াজের দাম বাড়ার সাথে সাথে পিয়াজের বিক্রিও কমেছে। কারওয়ান বাজারের এক মুদি দোকানি বলেন, দাম বাড়ার কারণে পিয়াজ বিক্রিও কমে গেছে। আগে দিনে ২০ কেজির মতো বিক্রি হলেও এখন ৭ কেজি পিয়াজও বিক্রি হয় না।
দাম বৃদ্ধি নিয়ে মিরপুর-১ নম্বরে পাইকারি আড়তদার মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, সত্যিকার অর্থেই বাজারে পিয়াজের প্রচুর সংকট রয়েছে। সেই কারণে সরকার নানা অভিযান চালানোর পরও, অনেক জেল-জরিমানা করার পরও দাম কমাতে পারেনি। কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ের কারণে আমদানি করা পিয়াজ সরবরাহে সমস্যা হয়েছে। আর সেই কারণেই এখন বাজারের এই পরিস্থিতি।
জানা গেছে, সর্বশেষ পিয়াজের দাম বেড়েছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। গত শনিবার বুলবুল আঘাত হানার একদিন আগে থেকে নতুন করে বাড়তে থাকে দাম।
তার আগে খুচরায় পিয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল।
ঢাকায় পিয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও পিয়াজের সরবরাহে টান পড়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন।
আর পেঁয়াজের ঝাঁজে শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে মানুষই অশ্রুপাত করছে। আজ সিলেটের বাজারেও এক ব্যবসায়ী আমার কাছ থেকে ২০০/- কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছে! অনতিবিলম্বে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে অন্য তায় পেঁয়াজের ঝাঁজে অশ্রুপাত ক্ষোভের উদ্রেক হবে তা আর বলার অপেক্ষা রাখেনা।