প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২০ , ২:৩৭:০৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়ির চালান সহ সুনামগঞ্জে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী ও একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন।
রবিবার বিকেলে আটককৃতদের আদালত জেলা কারাগারে পাঠিয়েছেন।
রবিবার ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারীকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান সহ আটক করেন।
এরপর বিজিবি টহলদল তাদের হেফাজত হতে ১৫ হাজার শলাকা নামির বিড়ি ৬ হাজার ৯’শ শলাকা জীবন বিড়ি ও একটি চোরাই মোটর সাইকেল জব্দ করেন।,
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ হতে মামলা দায়ের করা হয়।