প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২০ , ৮:০৮:৪৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এ মান্নান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫০ বছর আগে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আলো জ্বালিয়েছিলেন। আর জগন্নাথপুরের প্রয়াত জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী শিক্ষার জন্য উচ্চ বিদ্যালয় স্হাপন করে আলো জ্বালিয়েছিলেন সেই সব আলোয় বাংলাদেশ এখন আলোকিত। আশপাশের অনেক দেশের চেয়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশ এখন এগিয়ে গেছে। ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শিক্ষারমান অনেক উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি আধুনিক, শিক্ষিত, সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারীদের মধ্যে একমাত্র বাংলাদেশের বাঙ্গালিরা নিরাপদ আছে।বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে।আমাদের দেশে অনেক সম্পদ রয়েছে। বর্তমান সময়ে প্রত্যেকটি গ্রামাঞ্চলের রাস্তা -ঘাট সহ ঘরে ঘরে বিদ্যুৎ এর আলো জ্বলছে। দেশে উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে,। উন্নয়নের এই অগ্রগতিকে আর কেউ থামাতে পারবে না।শুধু মাত্র আস্থা ও সাহসের প্রয়োজন। আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে সমান সুযোগ -সুবিধা নিয়ে বসবাস করতে পারে। তিনি পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করার ঘোষণা দেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় (বিএন উচ্চ বিদ্যালয়) এর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন উপলক্ষে ২৫ শে জানুয়ারী রোজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উৎসব উদযাপন কমিটির আহবায়ক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ এর পরিচালনায় অনুষ্ঠিত উৎসব সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান শাহারিয়ার প্রয়াত ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর দৌহিত্র বিশিষ্ট বিজ্ঞানী ড. অপর্না বসু, আইসিএস এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা দীপংকর বুস, প্রয়াত ব্রজেন্দ্র নায়ারাণ চৌধুরী পৌত্র কেমিকেল ইঞ্জিনিয়ার প্রতাপ নারায়ন চৌধুরী, স্ত্রী শুক্লা চৌধুরী, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ন চৌধুরী দৌহিত্রী অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তী, টাইমস অব ইন্ডিয়া’র সাংবাদিক আশিস চক্রবর্তী, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর দৌহিত্রী নগর পরিকল্পনাবিদ মিতালী চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাহিদ গনি, উৎসব উদযাপন যুক্তরাজ্য কমিটির সভাপতি প্রবাসী সাংবাদিক মুহিব চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উৎসব উদযাপন কমিটির নেতা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মান্না রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদ, সাবেক শিক্ষক সৈলেশ দাস, প্রাক্তন শিক্ষার্থী কয়ছর রশীদ, আবরু মিয়া, জিল্লুর রহমান, হাবিবুর রহমান, সৈয়দ জুবায়ের আহমদ আবু, আক্তার হোসেন ও তানভীর আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীগন সংগীত পরিবেশন করেন।