প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২০ , ১:০৭:৪৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ের সুজানগর এলাকায় লেগুনা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘষ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম মমিন মিয়া ২৮। সে দিরাই ঊপজেলার করিমপুর ইউনিয়নের ঊওর নাগেরগাও গ্রামের মিয়াধন ঊল্ল্যার ছেলে এবং অপরজন হলেন তারশ দাস ৪০। সেও একই গ্রামের বলে জানা যায় তবে পিতা অজ্ওাত। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় এ দূঘটনাটি ঘটে। স্হানীয় ও পুলিশ সূএে জানা যায়্ দিরাই থেকে একটি যাএীবাহি লেগুনা সুনামগঞ্জে যাওয়ার পথে দিরাইগামী একটি মোটর সাইকেল সুজানগরের পাশে এসে মুখোমুখি সংঘষে মোটর সাউকেলের দুজন যাএী ঘটনাস্হলেই নিনহত হন। এ সময় ১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ দুটি ঊদ্বার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মগে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপার দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লেগুনা আটক করলে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।