প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২০ , ৩:১৪:৪৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের চিনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মধ্য মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
চিনাকান্দি ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাঘা স্পুটিং ক্লাব বনাম চিনাকান্দি ক্রীড়া সংস্থার মাঝে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় চিনাকান্দি ক্রীড়া সংস্থাকে ০১ গোলে পরাজিত করে বাঘা স্পুটিং ক্লাব বিজয়ী হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এড. মামুনুর রশিদ কয়েছ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার। সভায় বিশেষ অতিথি হিসেব্ েউপস্থিত ছিলেন,চিনাকান্দি বাজার কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Notifications