• অনিয়ম / দুর্নীতি

    হাইকোর্টের রায় অমান্য করে জমি দখল! দুষ্টুচক্রের খুটির জোর কোথায়?

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২০ , ৪:৩৫:২৮ অনলাইন সংস্করণ

    মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ভূূমি খেকো প্রভাবশালী তারা মানেন না সর্বোচ্চ আদালতের রায়। এলাকায় একাধিক ব্যাক্তির জমি জবরদখলের
    প্রতিযোগীতায় নেমেছেন তারা। এ যেন জোর যার মুল্লুক তার। অর্থ আর পেশী শক্তির জোরে এক যুগ (প্রায় ১৩ বছর)আগে দেয়া হাইকোর্টের রায় অমান্য করে জমি দখল করে রেখেছে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব মহেশালী
    গ্রামের দাদন ব্যবসায়ীর হোতা হাসির উদ্দিন ও তার তিন ছেলে মমিন, মহসিন ও মোজাম্মেল। এলাকায় সুদের ব্যবসার টাকার জোরে যেন মুল্লুক কিনে রেখেছেন তারা। আইনকানুনও মানেন না তারা। অদৃশ্য এক খুটির জোরে হাসির উদ্দিনের তান্ডবে দীর্ঘদিন ধরে নিস্পেষিত হচ্ছে মৃত পশির উদ্দিনের পরিবার।
    জানা যায়, জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের মৃত পশির উদ্দিন ১৯৫৬ সালে ওই এলাকার খলিলুর রহমানের কাছ থেকে ৩৭৯০ দাগে ১৯ শতক আবাদী জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে পশির উদ্দিন ওই জমি ভোগ দখল করে আবাদ করে আসছিল। এদিকে ১৯৯৫ সালে হাসির উদ্দিন খলিলুর রহমানের
    অংশিদারের কাছে ৩৭৯০ দাগে ২৪ শতক জমি ক্রয় করে। ওই দলিলে জমির অবস্থান ও ম্যাপ না থাকায় হাসির উদ্দিন জোর করে পশির উদ্দিনের জমি বে-দখল করে। এ ব্যাপারে পশির উদ্দিন ঠাকুরগাঁওয়ের নিম্ন আদালতে মামলা দায়ের করে। দীর্ঘ দিন সাক্ষ প্রমান য্চাাইয়ের পর ১৯৯৭ সালের ১৮ জানুয়ারী নিম্নআদালত পসির উদ্দিনের পক্ষে রায় দিয়ে আসামীর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়। কিন্তু হাসির উদ্দিন সে রায় মানতে নারাজ। হাসির উদ্দিন ঠাকুরগাঁও জজকোর্টে আপীল করলে ১৯৯৭ সালের ৪ মে আপীল না
    মঞ্জুর করে প্রদত্ত রায় দিয়ে ডিক্রী বহালের আদেশ দেয় আদালত। এর পর হাসির
    উদ্দিন উচ্চ আদালতে আপীল করেন। হাইকোর্টও আসামী পক্ষের কোন দখল স্বত্ব
    নাই মর্মে ২০০৭ সালের ১৮ নভেম্বর নিম্ন আদালতের রায় বহাল রেখে জমি পশির উদ্দিনের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। হাসির উদ্দিনের বিরুদ্ধে উচ্চ আদালতের দেয়া চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় নিম্ন আদালত পেয়ে ২০১০ সালে ২০ সেপ্টেম্বর প্রশাসন সরজমিনে গিয়ে ওই ১৯ শতক জমিতে লাল পতাকা দিয়ে ঢোল পিটিয়ে পসির উদ্দিনের অংশিদারদের বুঝিয়ে দেয়।
    কিন্তু পরবর্তীতে ওই এলাকা থেকে প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর পরেই লাল
    পতাকা তুলে দিয়ে আবারো জমি দখল করে হাসির উদ্দিন ও তার ছেলেরা। শুধু এতেই ক্ষান্ত হয়নি তারা, গত ২ জানুয়ারী মৃত পশির উদ্দিনের অংশিদারা তার বাবা ক্রয় করা জমিতে ১৫০টি মেহগনি গাছ রোপন করে।

    আরও খবর

    Sponsered content