প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২০ , ৩:২৫:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ডাকাত জসিম(২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ লুৎফুর রহমান সহ একদল পুলিশ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ী থেকে মোহাম্মদ আলীর ছেলে জিআর ৯১/১৮ এর অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ডাকাত মোঃ জসিম উদ্দিন(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে ২১ শে জানুয়ারী মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে হয়েছে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।