প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২০ , ১১:৪৯:১৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজারে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আলহাজ্ব জমিরুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও নীলপুর এলাকাবাসী।
ইভটিজিং’র প্রতিবাদে রুঁখে দাঁড়িয়েছে শিক্ষার্থী ও সচেতন মহল। মঙ্গলবার (২১জানুয়ারি) শিক্ষার্থী ও নীলপুর এলাকাবাসী’র আয়োজনে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজার এলাকার সকল যানচলা ক্ষুদ্ধ হয়ে বন্ধ করে দেয় শিক্ষার্থী ও এলাকাবাসী।
১০ম শ্রেণীর শিক্ষার্থী পান্না আক্তারের পরিচালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শান্তনা আক্তার, তৃশমা আক্তার, রুবি আক্তার, গ্রামের মুরুব্বি মুক্তিযোদ্ধা ফজর আলী, আব্দুল মতিন প্রমুখ।
তারা জানায়, গত ১৯ জানুয়ারী নীলপুর খেয়া ঘাটে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে জানিগাও গ্রামের পরিচিত ইভটিজার আনহার, ইয়াহিয়া ও ছাব্বির। পরে মেয়েটির বাবা এর বিচার চাইতে গেলে উল্টো মেয়ের বাবাকে ও হয়রানি করে ইভটিজার এর পরিবারের লোকজন। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি ২৪ঘন্টার মধ্যে যদি এই ইভটিজারদের আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই কবির আহমদ তাদের দাবি মেনে নিয়ে অবরোধ তুলে দিতে আহবান জানালে শিক্ষার্থী ও এলাকাবাসী তা মেনে নিয়ে অবরোধ তুলে নেয়।