বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যে আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে আইডিইবি’র গাজীপুর মহানগর শাখা ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা র্যালী বের করে। প্রথমে ডুয়েটের শিক্ষার্থীরা র্যালী নিয়ে মহানগরীর প্রকৌশলী ভবনের সামনে আসে।
এরপর মহানগর কমিটি একত্রিত হয়ে র্যালীটি রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে প্রকৌশলী ভবনের হল রুমে আলোচনা সভায় অংশ নেন। গাজীপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন আহমদে।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলার সাধারন সম্পাদা মোঃ মোস্তাফিজুর রহমান, পল্লি বিদ্যুৎ সমিতি এক্সিকিউভ মোঃ আনোয়ার ডোমেন, টাকসালের এক্সিকিউটিভ মোঃ মাহফুজুর রহমল, চাকরিজীবী হাজি জাহিদুল ইসলাম, বিডব্লিউটিএ উপসহ প্রকৌশলী মনিরুল ইসলাম, মিসটের সভাপতি খোঃ ফারুখ হুসাইন, আইডিবির গাজীপুরের সাবেক সাধারণ সম্পাদক।গোলাম সারোয়ার প্রমুখ।