তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীনিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আপানিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি।
ভাটি বাংলা ডেস্ক: ১০ নভেম্বর ২০২৪ , ১:২৬:৪৪ অনলাইন সংস্করণ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ-মিছিল প্রতিরোধে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীনিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আপানিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি।
হাসনাত আবদুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, ‘আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।
‘আজকের বার্তা স্পষ্ট করে রাখো, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীনিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আপানিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচির মধ্যে তারা সব সময় এক। আপা নিধোন ও ফ্যাসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি।’
তোমরা কতদিন মনে হয় না খেয়ে আছে। কতদিন না জানি অবলারা রাস্তায় ঘুরাঘুরি করছে। তারা টেন্ডারবাজি করতে পারছে না। চাঁদাবাজি করতে পারছে না। ক্যান্টিনে খেতে পারছে না। তাদের আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই।’