• সুনামগঞ্জ

    নতুন প্রজন্মকে স্বপ্নের চেয়েও বড় হতে হবে.. সচিব জিল্লুর রহমান চৌধুরী

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২০ , ৫:৫৩:২৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    আব্দুল হেকিম তালুকদার স্মৃতি পরিষদ এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গৌরারং ইউনিয়নের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে তাদের স্বপ্নের চেয়ে বড় হতে হবে। আজকের মেধাবীরাই হবে আগামী বাংলাদেশের সম্পদ। যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের তিনি অভিনন্দন জানিয়ে বলেন, আমরা হবিগঞ্জ মৌলভীবাজারের চেয়ে এগিয়ে যাবো। সিলেটের সমসাময়িক হবো। তাই তোমাদের আরো বেশী লেখা পড়া করতে হবে। তিনি নিজের প্রসঙ্গ টেনে বলেন, আমি এলাকার সন্তান এ এলাকার আলোবাতাসে বড় হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছি। স্বপ্নের সাথে মিল রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি। কিন্তু বিসিএস প্রশাসনে গিয়ে চট্রগ্রামের মতো জেলার ডিসি হবো সেটা স্বপ্ন দেখিনি তাই সবাইকে স্বপ্নের চেয়ে বড় হতে হবে। তিনি আয়োজক সংগঠনকে অভিনন্দন জানিয়ে বলেন, এমন একটি ভালো কাজের সাথে আমাকে যুক্ত করার তাদের অভিনন্দন, আশা করি আমরা সবাই মিলে নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যাবো।
    আব্দুল হেকিম তালুকদার স্মৃতি পরিষদ এর সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সামছুল এ ওয়াসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রবাষক নুর“জ আলী, গৌলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া, আবুল বশর, আলী আহমদ, অ্যাডভোকেট আব্দুল খালেক, এ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইউপি সদস্য মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আবুল বরকত, মাওলানা আবুবক্কর, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জগাইর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি র“হুল আমীন, প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, সাক্তারপাড় সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী দাশ, বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক জ্যোতি রানী দেব, অচিন্তপুর সপ্রাবি প্রধান শিক্ষক অর্চনা রানী মজুমদার, টুকের গাঁও সপ্রাবি প্রধান শিক্ষক নার্গিসে বাহার, কুতুবপুর সপ্রাবি প্রধান শিক্ষক মতিউর রহমান।

    আরও খবর

    Sponsered content