সোমবার (০৭ অক্টোবর) দুপুরে নগরীর শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০৬টি পূজা মণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দিরের আহ্বায়ক মনিন্দ্র চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ড. শহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, সদর মেট্রো থানার সভাপতি মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাসান আজমল ভূঁইয়া, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বাসন থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব বাপ্পী দে।
মতবিনিময় সভা শেষে মহানগরীর বিভিন্ন এলাকার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এ অর্থ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার।
তাই অতীতের ন্যায় এবারো শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন।