হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ৩ অক্টোবর ২০২৪ , ১:০৮:১০ অনলাইন সংস্করণ
বুধবার সকালে রাজাপুর শহরের থানার সামনের সড়কের প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে সারা বিশ্বে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা গান্ধীর বক্তব্য ‘অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখ্যান করা।
নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না’ তুলে ধরে বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ।
অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই সবাইকে রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
মানববন্ধনকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিএফজির রাজাপুর সমন্বয়কারী ও উপজেলার নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত, শিক্ষক, জনপ্রতিনিধি, নারী নেত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।