• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটের সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ

      ভাটি বাংলা ডেস্ক: ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০০:৩২ অনলাইন সংস্করণ

    সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

     


    এ সময় জব্দ করা হয় ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড়সহ বিভিন্ন মালামাল।

    এগুলো বালুবাহী একটি ট্রাকে অভিনব কায়দায় রাখা হয়েছিল। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।


    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সকাল ৬টায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

    উক্ত অভিযানে বর্ণিত স্থান দিয়ে বালুভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়।

    এ সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

    জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    0Shares

    আরও খবর

    Sponsered content