আহমদ মুসাঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ১:০২:৩৯ অনলাইন সংস্করণ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি, সিলেট জেলার শাহপরান রহ: থানাধিন, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের খরাদিপাড়া শিবগঞ্জের আনন্দ-৫ এর বাসিন্দা মৃত সৈয়দ সুলতান আহমদ এর ছেলে সৈয়দ আকরাম আল সাহান-কে প্রাণ নাশের হুমকী প্রদান করায় এস এম পি সিলেটের শাহপরান (রহ:) থানায় মাইদুল ইসলাম (২৮) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং ৭৮৩, তারিখ- ১৪/০৯/২৪ইং।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সিলেট জেলার দক্ষিণ সুরমাস্থ সিসিকের ৩০নং ওয়ার্ডের জৈনপুর গ্রামের হাজী আব্দুল কাদির এর ছেলে বিবাদী মাইদুল ইসলাম গত ১৩/০৯/২০২৪ইং, শুক্রবার রাত ১০টার সময় হোয়াটস অ্যাপ ০১৭৬৭ ৭১৬৭৯৪ নম্বর হতে বাদী মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান এর হোয়াটস অ্যাপ নং ০১৭৪৮ ৯৯০১৪৮ নম্বরে কল দিয়ে নানা প্রকার কথাবার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকী প্রদান করে এবং তার স্ত্রী, সন্তান কে খুন-জখমের মাধ্যমে লাশ গুম করবে ও বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকী দেয়।
উল্লেখ্য যে, বিবাদী মাইদুল ইসলাম চাঞ্চল্যকর এম.সি কলেজ হোস্টেলে ৮ জন ছাত্রলীগ কর্মী কর্তৃক গৃহবধূ গণধর্ষণের মামলার বাদী। মাইদুল উক্ত মামলার আসামীদের সাথে যোগসাজশ করে মামলার ব্যাপারে আপোষ করছে এই মর্মে ব্যাপক ধারণা প্রচলিত আছে।
মাইদুল ইসলামের আচরণেও এটা বোধগম্য যে- উক্ত মামলার আসামীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আসামীদের নিকট থেকে ৮০ লক্ষ টাকা গ্রহণ করেছে বলে অভিযোগ আছে।
চাঞ্চল্যকর এম.সি কলেজের ধর্ষণ মামলটি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এডভোকেটগণ সাড়ে ৩ বছর যাবৎ পরিচালনা করে আসছে। সেই সূত্রে বাদী সৈয়দ আকরাম আল সাহান মামলাটি পরিচালনার সাথে জড়িত আছেন।