ভাটি বাংলা ডেস্কঃ ২ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৪৫:০৬ অনলাইন সংস্করণ
নড়াইল সদর উপজেলার বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ক্লাস রুমে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রধান শিক্ষক মারুফ হোসেন ও সহকারী শিক্ষক মফিজ মোল্যাকে ওই ভিডিওটিতে দেখা গেছে।
মারুফ হোসেনসহ স্থানীয় কতিপয় যুবকদের নিয়ে শ্রেণিকক্ষের টেবিলের ওপর বসে মদপান করা হচ্ছে। টেবিলে সারি সারি রয়েছে বিদেশিসহ দেশীয় মদের বোতল।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহল স্কুলের এহেন শিক্ষকের অপসারণের জন্য এইচএম সিরাজের নেতৃত্ব অর্ধশতাধিক লোক একত্রিত হয়ে ডিসি অফিসে যান। এ সময় জেলা প্রশাসকের কাছে ভিডিও দেখিয়ে দ্রুত অপসারণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা এইচএম সিরাজ যুগান্তরকে বলেন, একজন প্রধান শিক্ষক হয়ে তার এহেন কর্মকাণ্ডকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্বশীল জায়গায় থেকে কিভাবে শ্রেণিকক্ষে মদপান করতে পারে। ইতোপূর্বে এই শিক্ষকের বিরুদ্ধে ইতি রানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও পুলিশ সুপারকে জানিয়েছি।
এ বিষয়ে বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেন বলেন, আমাকে ফাঁসাতে এহেন অভিযোগ করা হচ্ছে।
সদর উপজেলা শিক্ষা অফিসার সুলতান মাহমুদ বলেন, এ বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।