• আইন আদালত/সাজা

    আদালতে সাবেক বিচারপতি মানিককে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ

      ভাটি বাংলা ডেস্ক: ২৪ আগস্ট ২০২৪ , ১০:২৮:০৯ অনলাইন সংস্করণ

    সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়েছে সাধারণ মানুষ।

    শনিবার বিকাল ৪টার পর সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়।

     

    আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে সাধারণ মানুষ। এ সময় কয়েকজন তাকে মারতে উদ্যত হয়। কড়া পুলিশি নিরাপত্তা দিয়ে তাকে আদালতে তোলা হয়।

    শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

     

    শনিবার ভোরে ডোনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন।

    আরও খবর

    Sponsered content