স্টাফ রিপোর্টারঃ ১৯ আগস্ট ২০২৪ , ৪:৫৭:১৩ অনলাইন সংস্করণ
দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। পরে এসব সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপসারিত মেয়ররা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনার তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুরের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেটের মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহহের ইকরামুল হক টিটু, কুমিল্লার তাহসিন বাহার সূচনা, গাজীপুরের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এর আগে রোববার (১৮ আগস্ট) ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।