প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২০ , ১:০৮:১১ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ মতিঝিলের ক্যাসিনোকাণ্ডের অন্যতম মূল হোতা গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তাদের সহযোগী শেখ সানি মোস্তফার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার এক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, সোমবার সকালে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, সেখানে শ্যামল ছায়া কমপ্লেক্স নামে ১০ তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের কামরায় স্বেচ্ছাবন্দী ছিলেন দুই ভাই। রাতে ঘুমোতেন টয়লেটের ফল্স রুফে। স্বেচ্ছাবন্দীর আড়াই মাসে তারা একবারের জন্যও বের হননি।
তবু শেষ রক্ষা হয়নি। নাপিতের পথ ধরে গোয়েন্দারা ঠিকই পৌঁছে যান সেই ফ্ল্যাটে। ফল্স রুম থেকে নামিয়ে নিয়ে আসেন গোয়েন্দারা। ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন তাদের বিশ্বস্ত পুরনো কর্মচারী শেখ সানি মোস্তফা। তাকেও গ্রেফতার করে সিআইডি।
সূত্র-বিডি-প্রতিদিন