• সারাদেশ

    বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই: আসিফ মাহমুদ

      নিউজ ডেস্কঃ ১৩ আগস্ট ২০২৪ , ১২:১৭:৩৪ অনলাইন সংস্করণ

    বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । এছাড়া সকল অপরাধীদের বিরুদ্ধে মামলা করারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

    ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোন সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সারাদেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে।”

    আরও খবর

    Sponsered content