নিউজ ডেস্কঃ ৯ আগস্ট ২০২৪ , ১০:১১:৫৫ অনলাইন সংস্করণ
সারাদেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সংখ্যালঘু নেতারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কলুষিত করতে বিশেষ গোষ্ঠী সংখ্যালঘুদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। গত ৫ আগস্ট থেকে সারাদেশের ৫২টি জেলায় সংগঠিত সাম্প্রদায়িক হামলায় কয়েক হাজার হিন্দু পরিবার নিঃস্ব হয়ে গেছে। অবিলম্বে এই অবস্থার অবসান করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তবে এই সময়ের মধ্যে অসংখ্য মাদ্রাসার ছাত্ররা বিভিন্নস্থানে মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘরের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানান নেতারা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান নেতারা।
‘সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াও, সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের প্রতি খোলা চিঠি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মিস্টার নির্মল রোজারিও পরিষদের প্রেসিডিয়াম সদস্য রঞ্জন কর্মকার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও কাজল দেবনাথ প্রমুখ।
‘ড. ইউনূসের প্রতি খোলা চিঠি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা ও সংস্কারের লক্ষ্যে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে যে নবযুগের সূচনা হয়েছে, তারই পতাকা বহনের কাণ্ডারী হিসেবে আপনাকে স্বাগত জানাই। অভিনন্দন জানাই পরিবর্তনের সূচনাকারী সেই ছাত্র-জনতাকে, যারা জীবন বাজি রেখে পথে নেমেছেন, দুর্দমনীয় এক অভিযাত্রায় জাতিকে স্বপ্ন দেখিয়েছেন।
তারা বলেন, অভিনন্দন জানাই জনতাকে, যারা এই স্বপ্নযাত্রার সাথী হয়েছেন। আমরা বিশ্বাস করি, দেশের ক্রান্তিলগ্ন উত্তরণে ছাত্র-জনতার অর্পিত দায়িত্ব মেধা-মনন এবং দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সাফল্য কাজে লাগিয়ে জাতির প্রত্যাশা পূরণে আপনি এগিয়ে যাবেন।