নিজস্ব প্রতিবেদক ৯ আগস্ট ২০২৪ , ১২:৫২:৫৫ অনলাইন সংস্করণ
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি নিপুণ রায় চৌধুরী।
বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, কারো ওপর অন্যায় আচরণ করা যাবে না। নৈরাজ্য, হামলা, চাঁদাবাজি এসব বিএনপি সমর্থন করে না। যারা এসবের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সে যদি আমার ঘরের লোকও হয় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতসহ অংশ নেওয়া সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তারা নিজের জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটিয়েছেন। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তারা দেখিয়েছেন আমরা সেই পথেই এগিয়ে যাব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ঈশা খান, সহ-সাধারণ সম্পাদক ইমান আয়াতুল্লাহ মেকিন, থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. শামীম প্রমুখ।