• ক‌্যাম্পাস

    পরীক্ষার দাবিতে কাফনের কাপড় জড়িয়ে রাজশাহীতে শিক্ষার্থীদের অনশন

      ডেস্ক রিপোর্টঃ ৩ জুলাই ২০২৪ , ৪:০৫:৩১ অনলাইন সংস্করণ

    পরীক্ষার দাবিতে কাফনের কাপড় জড়িয়ে রাজশাহীতে শিক্ষার্থীদের অনশন – ছবি : সংগৃহীত

    দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশন কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

    বুধবার (৩ জুলাই) দুপুরে দ্বিতীয় দিনের মতো রামেবি পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের সামনে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

    কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রামেবি অধিভুক্ত অন্য বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

    কর্মসূচিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের বিভিন্ন সেশনে বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬ জন। গত বছরের ডিসেম্বরে এই সেশনের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন বছরের এই সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতর। ফলে সেশনজটের কবলে পড়ে তারা আন্দোলন শুরু করেছেন।

    ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এরই মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। ব্যতিক্রম কেবল রামেবির নার্সিং অনুষদ। এটি সারা দেশে সবচেয়ে পিছিয়ে আছে। এ অবস্থায় চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চতুর্থ বর্ষের সব পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

    রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব গণমাধ্যমকে বলেন, সেপ্টেম্বর মাসেই তারা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ দেখে তারা এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

    রামেবি ভিসি প্রফেসর ডা. মোস্তাক হোসেন গণমাধ্যমকে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে পরীক্ষা নেয়া ও ফলাফল দেয়া যায় আমরা সেই ব্যবস্থা করব।

    আরও খবর

    Sponsered content