• সারাদেশ

    শাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক ক্যাম্পাস থেকে পালালেন

    কোটা সংস্কার আন্দোলন

      ডেস্ক রিপোর্টঃ ১৭ জুলাই ২০২৪ , ৩:৩৩:১৭ অনলাইন সংস্করণ

    সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান হল ছেড়ে পালালেন।

     

    বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে আন্দোলনকারীদের ভয়ে বের হয়ে সাদা মাইক্রোবাসযোগে ক্যাম্পাসে পেছনের টিলারগাঁও এলাকা দিয়ে পালিয়ে যান তিনি।

    এ সময় তাদের সাথে ছাত্রলীগের ৫ থেকে ৭ জন নেতা-কর্মীদের দেখা যায়। এর আগে ছাত্রলীগ নেতারা ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে আবাসিক হল ত্যাগ করেন।

    জানা যায়, তারা সাধারণ শিক্ষার্থীদের ভয়ে টিলারগাঁও হয়ে বিমানবন্দর এলাকা দিয়ে পালিয়ে গেছেন। এর আগে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের হল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

     

    এ ব্যাপারে শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি মো: খলিলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিয়েছে। আমি প্রশাসনের নির্দেশ মেনে হল ত্যাগ করেছি। এখানে পালানোর কোনো প্রশ্নই আসে না। আমি সবার সামনে দিয়েই এসেছি।

    আরও খবর

    Sponsered content