• শুভেচ্ছা বাণী

    দেশবাসী’কে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ এর ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

      ফাহমিদা ইসলাম মুন্নী, স্টাফ রিপোর্টার: ১৬ জুন ২০২৪ , ৮:৫৯:০৪ অনলাইন সংস্করণ

    মুসলিম সম্প্রদায়ের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
    শরিয়ত উল্লাহ ষ্টেইটের মুতাওয়াল্লী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমদাদ হোসেন চৌধুরী এক শুভেচ্ছা বার্তায় বলেন- ধৈর্য্য ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহার এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন প্রচেষ্টার মাধ্যমে পরস্পরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

     

    পবিত্র ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র ঈদ-উল-আযহার শিক্ষা নিয়ে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা শান্তির জননী দেশ রত্ব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ঈদ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করেছেন। দুস্থ মানুষের কল্যাণে ব্যাপক সরকারি সহায়তা পৌঁছে দিয়েছেন।

    আসুন দলমত নির্বিশেষে কাঁধেকাধ মিলিয়ে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই অসহায় মানুষগুলো পাশে দাড়াই। সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি। দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।

    শুভেচ্ছা বার্তায়:

    এমদাদ হোসেন চৌধুরী
    ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
    বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
    সহ সভাপতি
    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি।
    তারিখ: ১৬ জুন, ২০২৪ খ্রি

    আরও খবর

    Sponsered content