• সারাদেশ

    গাজীপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হজ্জযাত্রীদের প্রশিক্ষণ

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৪ , ১১:৩৩:৪৮ অনলাইন সংস্করণ

    গাজীপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হজ্জযাত্রীগনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।

     

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটি উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

     

    এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রশিক্ষণ সমন্বয়ক ও গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার।

     

    হজ্জের ধর্মীয় বিধি বিধান নিয়ে আলোচনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, হজ্জের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে মুলতাজিন ট্রাভেলস’র স্বত্তাধিকারী মাওলানা আব্দুল মান্নান, স্বাস্থ্য সচেতনতা ও ক্লিনিক ব্যবহারে হজ্জযাত্রীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন গাজীপুরের সহকারি সিভিল সার্জন ডা. এফ.এম আহসান উল্লাহ, হজ্জযাত্রীদের সাধারণ করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ ফয়েজুর রহমান।

     

    গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার বলেন, এবার গাজীপুর থেকে সরকারিভাবে ২১জন এবং বেসরকারিভাবে ১হাজার ৪৬০জন হজ্জযাত্রী সৌদি যাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। প্রশিক্ষার্থীদের প্রত্যেকের মাঝে হজ ও ওমরার সহায়িকা, লিফলেট ও নাস্তার জন্য নগদ ২০০ টাকা প্রদান করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    ঠাকুরগাঁওয়ে ‘জনতার মুখোমুখি’র মঞ্চে ১০ মেয়র প্রার্থী

    ঠাকুরগাঁওয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া অন্ত:সত্ত্বা সেই মা এর মৃত্যু !

    সুনামগঞ্জে মান্নান-মুকুটের স্মরনকালের ঐতিহাসিক জনসভায় মানুষের ঢলঃ স্বাধীন বাংলার স্থপতির ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে…পরিকল্পনামন্ত্রী

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর উদ্যোগে সুনামগঞ্জে ২ শতাধিক শিল্পীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

    মদনপুর পয়েন্টে রেলওয়ে স্টেশনের দাবিতে দিরাইয়ে ১সপ্তাহের গণসাক্ষর কর্মসূচি

    সুনামগঞ্জে র‍্যাবের ১৪ জন সদস্যসহ একদিনে ৩৯ জন করোনায় আক্রান্ত রেকর্ড,এ নিয়ে মোট ২১৩ জন আক্রান্ত