• সিলেট

    জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এর সহকারী সহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    ট্রাকের ধাক্কায়

      ডেস্ক রিপোর্ট: ২৮ এপ্রিল ২০২৪ , ৪:৫৯:৩৪ অনলাইন সংস্করণ

    সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), সাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো: মঞ্জুর হোসেন (২৪)।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

    তিনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    জানা গেছে, শনিবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয় তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

    তাদের জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে মারা যান।

    আরও খবর

    Sponsered content