মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৮ মার্চ ২০২৪ , ৩:১৪:০৬ অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে নগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, ‘শিশুর মননে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানা আলী এম.পি, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ বারী, মুকুল কুমার মল্লিক প্রমুখ। এরপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী, উপাচার্য, জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি আনন্দ র্যালী বের করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার জন্ম ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোকপাত করেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর যে মায়া আকুলতা তা বর্ণনা করেন। টুঙ্গিপাড়ার প্রত্যন্ত অঞ্চলে খোকা কিভাবে ধীরে ধীরে হয়ে উঠেন বঙ্গবন্ধু, জাতির পিতা আর স্বাধীনতার স্থপতি তাদের বক্তব্যে তুলে ধরেন।
আলোচনা শেষে জেলার শিশুদের লিখিত কবিতা ও চিত্রাঙ্কন নিয়ে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ‘শিশুর মননে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।