“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় মোঃ ওয়াহিদ হোসেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর এর সহকারী পরিচালক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে ভোক্তার অধিকার রক্ষায় করণীয় বিষয়ে সরকারি সংস্থাগুলোর করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। ব্যবসায়ী ও ভোক্তার মাঝে পণ্যের দামের যাতে সামজস্য থাকে সেদিকে দৃষ্টি দিয়ে বাজার মনিটরিং কার্যক্রমকে জোরদার করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে ও ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্ট অভিযান জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।
পরে দিবসটি উপলক্ষে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয়, সেখানে গাজীপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়।