• সংগঠন সংবাদ

    জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরাম গঠন

      বাদল কৃষ্ণ দাস: ১৩ মার্চ ২০২৪ , ৯:৫৭:৫৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম গঠন করা হয়েছে।

     

    মঙ্গলবার (১২মার্চ) সকালে জামালগঞ্জ ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষে সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী, ফেরত অভিবাসীর সমন্বয়ে এ ফোরাম গঠন করা হয়। ফোরামের সভাপতি হলেন মো:আফছার উদ্দিন, সহ-সভাপতি-মো:দুলাল মিয়া, সাধারণ সম্পাদক-মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: ইমাম হোসেন, এবং সাংবাদকর্মী বাদল কৃষ্ণ দাসকে তথ্য ও প্রচার সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগন হলেন, ইউ/পি মহিলা সদস্যা সবিতা রাণী সরকার, মো:নুরুল ইসলাম, জাহির আহম্মদ, মো: মোশারফ হোসেন, রামানন্দ সরকার,কয়েছ আহম্মদ, জলি রাণী দাশ, পিয়ারা বেগম ও রিতেশ দাশ, ফোরামে অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের বাধাসমুহ উত্তরণে, নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পূর্ণবাসনে করণীয় এবং নারী অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন। প্রবাসবন্ধু ফোরাম প্রবাসীদের জন্য বন্ধু হিসাবে সবসময় পাশে থেকে কাজ করবে। সভা সঞ্চালনা করেন ব্র্যাক জেলা কাউন্সিলর শাওন রায় এবং সভা সমন্বয়ক ছিলেন ব্র্যাক প্রতিনিধি পাবেল কান্তি সরকার#

    0Shares

    আরও খবর

    Sponsered content