• সারাদেশ

    গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৯ মার্চ ২০২৪ , ৫:৩৬:০৩ অনলাইন সংস্করণ

    গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে শুক্রবার (০৮ মার্চ) সকালে নগরীর রাজবাড়ী মাঠে শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

     

    নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্য সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাজবাড়ী মাঠ পর্যন্ত পরিচালিত হয়।

     

    সভায় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মোছাম্মৎ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ), আবিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), গাজীপুর, বিশিষ্ট শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক প্রমুখ।

    আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জাতি গঠনে নারীদের ভূমিকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণকর বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    আরও খবর

    Sponsered content