প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২০ , ১০:০৯:০৯ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী দায়িত্বে কামারকান্দি-চতুর্ভুজ সড়ক সংস্কার কাজ সরকারী নিয়মনীতি আনুযায়ী করার নির্দেশ থাকলেও সড়কের পাশ থেকে মাটি উত্তোলন করেই চলছে এই সড়কের মাটি বরাট করার কাজ।
সরেজমিনে গিয়ে দেখাযায়,সড়কের মাটি বরাটের কাজ পাশের কিনারা থেকে মাটি উত্তোলন করে সংস্কার হয়েছে। সড়কের পাশ থেকে মাটি উত্তোলন করায় আবারো কিনারের মাটি দশে পড়ছে । এদিকে মোটর সাইকেল যাত্রী থেকে শুরু করে পথচারীদের দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেদককে বলেন,আজাহার আলী চেয়ারম্যান সড়কের পাশ থেকে মাটি উত্তোলন করে সড়কের মাটি বরাটের কাজ করে যাচ্ছে কিছু সাঙ্গুপাঙ্গু লোকের ইশারায়।
এই ব্যাপারে,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যনার্জীর সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমকর্মীকে তিনি বলেন আমি এই বিষয়টা দেখব।