• সুনামগঞ্জ

    পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম এ মান্নান এমপি

      নিজস্ব প্রতিবেদক: ৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৫৯:২৪ অনলাইন সংস্করণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান আব্দুস সালাম।

    মন্ত্রীসভা গঠনের পর মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে তিনি টানা ৪র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

     

    সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
    ২০১৪ সালে জয়ী হয়ে আর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ২০১৮ সালে সালে জয়ী হয়ে পরিকল্পনা মন্ত্রী হোন।
    এবার মন্ত্রীত্ব না পেলেও গতকাল ঘোষিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এম এ মান্নানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

    কমিটির সদস্যরা হলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ড. বীরেন শিকদার, মো: আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান চৌধুরী, মো: আব্দুস সবুর ও এ কে এম মোস্তাফিজুর রহমান।

    এছাড়াও তিনি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

    সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের কর্মকান্ড তদারকি ও জবাবদিহিতা আদায়ে কাজ করে।

    নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে থেকে সংসদীয় কমিটি গঠন হয়।

    আরও খবর

    Sponsered content