আন্তর্জাতিক ডেস্কঃ ২ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:১২:৪৮ অনলাইন সংস্করণ
চলমান গাজা যুদ্ধে ফের যুদ্ধবিরতির পরিকল্পনায় প্রাথমিক অনুমোদন দিয়েছে হামাস। শুক্রবার (২ জানুয়ারি) কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এমন দাবি করেছেন।
তিনি বলেন, সম্প্রতি প্যারিসে যুদ্ধবিরতির এক প্রস্তাব তৈরি করা হয়। কাতার, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও মিসরের কর্মকর্তারা একসাথে ওই প্রস্তাব তৈরি করেন। ইসরাইলের পক্ষ থেকে সেটির অনুমোদন করা হয়েছে। এখন হামাসের পক্ষ থেকেও ওই ব্যাপারে প্রাথমিক ও ইতিবাচক অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে আল জাজিরা জানিয়েছে যে গাজায় সাময়িক যুদ্ধ বিরতির জন্য হামাস নেতারা একটি তিন ধাপের প্রস্তাব নিয়ে পর্যালোচনা করছে।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে গত ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মোট সাত দিন ইসরাইল ও হামাসের মাঝে যুদ্ধবিরতি ছিল। এরপর যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অজুহাত তুলে আবার যুদ্ধ শুরু করে ইসরাইল। এখন আবার নতুনভাবে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে।
সূত্র : আল জাজিরা