• আন্তর্জাতিক

    আইসিজে রায়ের পর বৈঠকে নিরাপত্তা পরিষদ

    গাজায় ইসরাইলি গণহত্যা :

      আন্তর্জাতিক ডেস্কঃ ২৭ জানুয়ারি ২০২৪ , ২:১২:০৬ অনলাইন সংস্করণ


    গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। এ রায়ের পর জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান করা হয়েছে।

    শনিবার টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের প্রেসিডেন্সি ঘোষণা করেছে যে- গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ডের কার্যকলাপ রোধ করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী সংস্থার শীর্ষ আদালতের সিদ্ধান্তের বিষয়ে আগামী সপ্তাহে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করবে

    বুধবারের বৈঠকটি আলজেরিয়া ডেকেছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে- এটির মাধ্যমে ইসরাইলি দখলদারিত্বের উপর আরোপিত অস্থায়ী ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঘোষণার বিষয়ে বাধ্যতামূলক প্রভাব ফেলবে।

    গাজা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দাবি ‘প্রশংসনীয়’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছিল যে- ফিলিস্তিনিদের গণহত্যা থেকে সুরক্ষা প্রয়োজন।

    যাই হোক আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি, যেখানে ইসরাইলের ভয় ছিল।

    এদিকে জাতিসঙ্ঘে নিযুক্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, আইসিজের সিদ্ধান্ত ‘স্পষ্ট বার্তা দেয় যে- তারা যে সমস্ত কিছু করতে চাইছে, তা করার জন্য আপনার যুদ্ধবিরতি দরকার।’

    এজন্য তিনি ইঙ্গিত দিয়ে বলেন যে- আলজেরিয়ার প্রতিনিধিত্ব করা এই কাউন্সিলে আরব গ্রুপ যুদ্ধবিরতির জন্য চাপ দেবে।

    ইসরাইল-ফিলিস্তিনি ইস্যুতে দীর্ঘদিন ধরে বিভক্ত নিরাপত্তা পরিষদ। ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পরে এটি মাত্র দুটি প্রস্তাবে সম্মত হয়েছে।

    ডিসেম্বরে জাতিসঙ্ঘ গাজায় নিয়মিতভাবে সাহায্য বিতরণের দাবি করেছিল। যুক্তরাষ্ট্র এর আগে যুদ্ধবিরতির আহ্বান জানানো একটি প্রস্তাবে ভেটো দেয়।

    এদিকে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে ছয়টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।

    এগুলো হলো :
    ১. আদালত বলেছে, এই মামলায় আদেশ দেয়ার এখতিয়ার রয়েছে তাদের।

    ২. আদালত গণহত্যা প্রতিরোধ করতে, গণহত্যার উস্কানির শাস্তি দিতে নির্দেশ দিয়েছে ইসরাইলকে।

    ৩. গণহত্যা বন্ধ করতে সব পদক্ষেপ গ্রহণ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

    ৪. অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

    ৫. আদালত ফিলিস্তিনিদের রক্ষা করতে আরো পদক্ষেপ গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছে। তবে যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি।

    ৬. এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

    আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হতাশ হয়েছে ইসরাইল। কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে, তা দেয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি।

    এ রায়ের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে’।

    ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত’ এবং ‘সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত’ ইসরাইল এই যুদ্ধ চালিয়ে যাবে।

    আইসিজের আজকের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরাইলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে।

    তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি।
    সূত্র : টাইমস অফ ইসরাইল

    আরও খবর

    Sponsered content