সুনামগঞ্জে মরমী কবি হাছন রাজার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ভাটি অঞ্চলের জনপ্রিয় রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলী আমজাদ (৭৭)।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া আবাসিক এলাকাধীন গাজীর দরগাহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে শহরের সুনামগঞ্জ কেন্দ্রীয় টাউন মডেল জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গনে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হয়।
এখানে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রেজাউল করিম, জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু,সাবেক সভাপতি তৈয়বুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু,আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সাধারণ সম্পাদক কেবি মুর্শেদ জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম ও জহির আহমদ সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযুদ্ধা এডভোকেট আলী আমজাদ,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,জেলা আইনজীবী সমিতির সভাপতি,জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র রেখে যান।
পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস.এম শামসুল ইসলাম, জজকোর্টের পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন, জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ বড় ভাইয়ের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় মরহুম মুক্তিযোদ্ধার বাসভবনে গিয়ে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।