• সুনামগঞ্জ

    দিরাই’য়ে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ছবিতে কুকুরকে দিয়ে প্রশ্রাব করিয়ে ফেসবুকে পোস্ট

    আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষোভ

      মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ১৮ জানুয়ারি ২০২৪ , ৭:৫৮:৩০ অনলাইন সংস্করণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২  (দিরাই শাল্লা) আসনে শুরুতেই দুই প্রার্থী আলোচিত ছিলেন মিডিয়া পাড়ায় ও রাজনৈতিক বোদ্ধা মহলে।

    আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী,কে প্রচারণার শুরুতেই বর্তমান আইজিপি’র ভাই ট্যাগ লাগিয়ে ফলাও করে নিউজ প্রকাশ ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর জয়া সেন গুপ্তা এমপি রুদ্র মূর্তি ধারণ করে রণহুংকার এবং অনুসারীদের আক্রমনাত্মক বক্তব্য শীতের দিনে উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে।

    নির্বাচনের দিনে অনেক কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও প্রিজাইডিং অফিসার এর যোগসাজশে ভোট কারচুপির অভিযোগ করেছেন নৌকার সমর্থকরা।

    কাঞ্চির পক্ষে বিজয় মিছিলে রাজানগর ইউনিয়নের দলুয়া গ্রামে বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় তান্ডব চালানোর অভিযোগ নৌকা মার্কার সমর্থকদের।

    নির্বাচন পরবর্তী সহিংসতায় রাজানগর ইউনিয়নে পৃথক দুটি স্থানে স্বতন্ত্র প্রার্থী ডক্টর জয়া সেন গুপ্তার কাঞ্চির সমর্থকদের হামলায় আহত হয়েছেন অনেকে এরমধ্যে দলুয়া গ্রামের নৌকা মার্কার সমর্থক একজন দিরাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সবকিছু ছাপিয়ে গতকাল থেকে কাঞ্চি মার্কার একজন সমর্থকের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননাকর ফেসবুকে পোস্ট ভাইরাল  হয়েছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা।

    ঘটনার বিবরণে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল-আমীন চৌধুরীর নৌকা মার্কার পোস্টারে কুকুরকে দিয়ে প্রশ্রাব করিয়ে সেই ছবি ফেবুতে পোস্ট দিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩নং  রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার আনোয়ারপুর গ্রামের মদরিছ আলীর ছেলে বোরহান উদ্দিন গোলাপ।

    নাম প্রকাশে অনিচ্ছুক অত্র ওয়ার্ডের কয়েকজনের ভাষ্যমতে নির্বাচনের দিন রাতে কাঞ্চি মার্কা বিজয়ের পরে গোলাপের প্রত্যক্ষ ইন্ধনে দলুয়া গ্রামের উপর দিয়ে বিজয় মিছিলের নামে তান্ডব হয়।

    পরদিন দলুয়া গ্রামে ওই ঘটনাকে কেন্দ্র করে মারমারি ও পরবর্তীতে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

    ওই হামলার ঘটনায় আহত নৌকা মার্কার সমর্থক এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই সংঘর্ষের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

    এছাড়া পৃথক সহিংসতায় একই ইউনিয়নের রন্নারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থীর কাঞ্চি সমর্থকদের হামলায় নৌকা মার্কার সমর্থক কয়েকজন আহত হোন, গুরুতর আহত অনুকূল দাস (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

     

    ইউপি সদস্য গোলাপের আগ্রাসী মনোভাবের কারণ অনুসন্ধানে স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায় – এই আসনের কথিত ছায়া এমপি’র সাথে তার রয়েছে ভালো সম্পর্ক এই সুবাদে থানায় যাতায়াত ও আশ্রয়দাতাদের মদদে বেপরোয়া ভাবে এলাকায় আধিপত্য বিস্তার এবং নিজেকে বড় কিছু প্রমাণ করতে সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত পোস্টের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টারে কুকুরের প্রশ্রাব করা ছবি তার ফেসবুকের ওয়ালে পোস্ট করে।

     

    দুইদিন ধরে দিরাই’য়ে চলছে টানটান উত্তেজনা, প্রকৃত মুজিব সৈনিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী’রা ক্ষোভে ফুসছেন।

    জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবিতে কুকুর দিয়ে প্রস্রাব করিয়ে ছবি পোস্টকারী গোলাপ মেম্বার গ্রেফতার না হওয়ায় দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায় বলেন – এধরণের গর্হিত ও দু:সাহসী কাজের পরও আসামি গ্রেফতার না হওয়া বিস্ময়কর, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে কুকুর দিয়ে প্রস্রাব করিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরেও থানা পুলিশের কিসের ভয়?

    কেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? আমরা অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে জোর দাবি জানাচ্ছি, অন্যতায় উদ্ভব পরিস্থিতিতে প্রশাসন দায়ী থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন রঞ্জন রায় সহ একাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

    এব্যাপারে দিরাই থানার অফিসার ইন চার্জ বলেন – অভিযোগ দায়ের হলে আসামিকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে।

    প্রসঙ্গত: Gulaf Miya নামক আইডি ভিজিটি করে দেখা যায় বিতর্কিত পোস্ট ডিলিট দেওয়া হয়েছে এবং অপর ট্যাগ করা আইডি থেকে দাবি করা হচ্ছে গোলাপ মিয়ার আইডি হ্যাক করে কে বা কারা এই বিতর্কিত পোস্ট দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content